স্থাপত্য ভেঙে খান খান
আমার আকাশটা কালো করেছে যতসব
পানাপুকুরের পঁচাজল
আজ মেঘ সরাতে সরারে ক্লান্ত শরীর
নোংরা আপদ ভরে আছে চারিদিকে
দেখি এরা চেনা বাষ্পের দল!
সবই তো চলছে আপন গতিতে
নিয়মগুলো গেছে বদলে
স্মৃতির স্থাপত্য ভেঙে খান খান
যা কিছু রয়েছে ভাঙাচোরা-
শূধূ নিঃশ্বাস মাখা গান।
মুক্তোরা সব ঝলমলে ছিল সোনারা চকচকে
এখন সব কালো-কালো লোহা, উলুবনে ধুলো মেখে!
স্বপ্নগুলো একে একে সব হয়ে গেছে লুঠপাঠ
সময় বয়ে যায় চেনা-অচেনায়
পাশাপাশি কিংবা সমান্তরান রেখে!
তাপসী আচার্য
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন