গত ১৩ই ডিসেম্বর' ২০১৬ মঙ্গলবার, এগরা কলেজের বাংলা বিভাগের আয়োজনে, বাংলা বিভাগের সভাগৃহে অনুষ্ঠিত হল 'কবিতা পাঠচক্রের' সপ্তম আড্ডা। অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় সদ্য প্রয়াত বিশিষ্ট কবি আলোক সরকারকে।
![]() |
আলোক সরকার |
উপস্থিত সকলের সম্মুখে পাঠচক্রের প্রস্তাবনা রাখেন কবি সুজিত পাত্র। আলোক সরকারকে স্মরণ করে কবিতা পাঠ ও বিশিষ্ট কবির ওপরে আলোকপাত করেন কবি মনোতোষ আচার্য।
পাঠচক্রের সপ্তম আড্ডার মুখপত্র প্রকাশ করেন এবং কবিতা সাহিত্যের অন্যতম ধারা এবিষয়ে আলোচনা করেন কলেজের বাংলা বিভাগের প্রধান শ্রাবস্তী রায়। লিট্ল ম্যাগাজিন সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট কবি সম্পাদক ও প্রকাশক সৌরভ বিশাই। কবি বিষ্ণুপদ দাশ বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে সকলকে ওয়াকিবহাল করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলা স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের শতাধিক ছাত্র ছাত্রী। সবশেষে কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় প্রধান।
![]() |
উপস্থিত বাংলা স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের শতাধিক ছাত্র ছাত্রী |
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন