শশধর চন্দ্র রায়



দাও হে প্রভু

ক্ষমা করে দাও হে প্রভু
ভুল করবার তরে,
ভুল পথে কেটেছি সময়
মিথ্যা আঁকড়ে ধরে।

সুযোগ আমায় দাও হে প্রভু
ভুল যে শুধিবারে,
অন্যায় ছেড়ে ন্যায়কে টেনে
সত্য আনিবারে।

জ্ঞানের আলো দাও হে প্রভু
দাও তো ন্যায়ের শক্তি,
সুখী সমাজ গড়তে আমায়
দাও অচলা ভক্তি।

দাও হে প্রভু সাহস বুকে
মনেও অসীম বল,
যুদ্ধ ছেড়ে শান্তির পথে
ধরতে ন্যায়ের আঁচল।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ