ফিদেল নৌকো
মানুষ মরণশীল
তাই, মানুষদের মরতেই হবে
মানুষ মরে সময়ের স্রোতে, নিয়ম বন্ধনে --
কিছু মানুষ মরেও অমর থাকে ।
তুমি শায়িত চির শান্তির শয্যায়
তোমার স্বপ্ন সার্থক বাঁচা বাঁচার মতো বাঁচা
মৃত্যুর মুখে দাঁড়িয়ে বীরের মতো --
হয় সমাজতন্ত্র, নয় মৃত্যু ...
মৃত্যুর আলিঙ্গন তোমার হৃদয়ের ধ্রুবতারা
যন্ত্রণা সাড়া দিয়ে জাগায় বাঁচতে
আগামীর প্রতিজ্ঞা ----
আমাদের সুখযাত্রার অট্টালিকা তোমার প্রয়াণ নৌকো ...
1 মন্তব্যসমূহ
Excellent. I expect the poet would be a good poet. Thanks.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন