এই সময়ে --
বছর প্রায় শেষ হয়ে আসে । ইচ্ছে করে কোন নির্জন প্রান্তরে শীতঘুমে যাই । ক্লান্তি আসে কখন পায়ে পায়ে , তবু জেগে থাকি অন্ধকারে নির্নিমেষ দুটি নয়ন মেলে । রক্ততৃষ্ণা জাগে পৃথিবীর বুকে । অরণ্যের প্রগাঢ়তা ভেঙে ফলে বিষফল , কাঁটাঝোপে রক্তাক্ত শরীর । কত রঙের মানুষ দেখি পথে ,চলেছে নুব্জদেহে , মেরুদণ্ডহীন । যান্ত্রিকতার ছোবলে অন্তঃসারশূন্য ,কৃত্রিম ।
এইসব হতাশার,শূন্যতার , হিংসার ছবি আমি আঁকতে চাইনি কখনও ।শিশুর নিষ্পাপ মুখের ছবি এঁকে দিয়ে যাবো । কবিতা নিজের মধ্যে ভাঙে গড়ে্ আবার জাগে আমার শ্বাস প্রশ্বাসে ।এই সময়ে আমার জেগে থাকা, জাগিয়ে রাখা ।
কোয়েলী ঘোষ
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন