মায়া গল্প
জাগানি রাতের গড়ে ওঠে এক সেতু।
আঙুলগুলো গল্প করে অধরা সেই হাতের
প্রতিটি ডগায় বুনেছিলো আগামী
সে শুধুই আজ হারায় তারার ভীড়ে
চোখের জলে প্লাবন সুনামী।
ঠোঁটেরও একটা গল্প আছে ভীষণ রকম রঙিন
চুপিচুপি সেই ছোঁয়ার শিহরণ
রক্তিম ক্ষণে দুঠোঁটের আলিঙ্গনে
সোহাগনদী বয়ে যায় ছুঁয়ে মন।
রাতের ঢালে রাতের গড়ায় গান
গল্পগুলোর গল্পের মতো চলন
আলোর সাথে নেই কোনো বোঝাপড়া
দিনের গল্পে রাতের প্রতিসরণ।
সেদিনের সেই স্বপ্নগুলি সবই
জমে আছে মনের কোলে কোলে
সেই হাত ঠোঁট চোখে মায়াও আছে
শুধু না বলে তুমিই গেছো চলে।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন