অদিতি চক্রবর্তী

অদিতি চক্রবর্তী


মেটাফর

এসো নিখিলেশ, পোষাক খুলে এসো
ভোর হতে কাক ডাকা বাকী
এযাবত সব ঠিকই ছিলো
তোমার বেসামাল গোড়ালি,আমার ছিটকিনির সবাক সময়।
অতৃপ্তি আর ছটফটানি বুকে নিয়ে শুয়ে আছে
বরফ ঠাণ্ডা ফুলছাপ চাদরটা।
রাগে,দুঃখে, অপমানে কতবার যে রুমাল হতে চেয়েছে!
ঠোঁটের ওপর ঘাম শুকোবার আগে এসো নিখিলেশ
হেরে যেতে যেতে আরো একবার রঙ বদলানো খেলা খেলি।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ