মেটাফর
এসো নিখিলেশ, পোষাক খুলে এসো
ভোর হতে কাক ডাকা বাকী
এযাবত সব ঠিকই ছিলো
তোমার বেসামাল গোড়ালি,আমার ছিটকিনির সবাক সময়।
অতৃপ্তি আর ছটফটানি বুকে নিয়ে শুয়ে আছে
বরফ ঠাণ্ডা ফুলছাপ চাদরটা।
রাগে,দুঃখে, অপমানে কতবার যে রুমাল হতে চেয়েছে!
ঠোঁটের ওপর ঘাম শুকোবার আগে এসো নিখিলেশ
হেরে যেতে যেতে আরো একবার রঙ বদলানো খেলা খেলি।
অদিতি চক্রবর্তী
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন