অমারাবতীর স্বপ্ন নিয়ে
ঢেউ গুণে গুণে ক্লান্ত নাবিক রোমহন্থন করে
দূর অতীত, প্রেমহীণ যাযাবর দাম্পত্য;
প্রেমিকার ব্যকুল আহ্বান কবেই ভেসে গেছে
লবন জলে , তীরে বসে
শৌখিন চিত্রকর এঁকে যায় বোগনভিলার ঝাড়..
অথচ ক্যানভাস জুড়ে ঝাঁ ঝাঁ রোদ্দুর
দীর্ঘ বিরতিতে উদ্বাস্তু তাড়নারা ।
সূর্য ডুবে গেলে মৎস্যকন্যারা আসে ,
আলগোছে তুলে নেয় ঝিনুকের ফেলে যাওয়া মুক্তো ।
তখনো দু একটা গাংচিল ওড়ে ইতস্তত
ঘোর অন্ধকারে শীতরাত্রির গভীরে
শূন্যতার কোলাহল ।
দুচোখে অমারাবতীর স্বপ্ন নিয়ে
কার দির্ঘশ্বাসে যেন ভারী হয় শীতার্ত বাতাস।
ফারহানা খানম
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন