ভাদ্রের জানলায়
পায়ের নিচে তপ্ত বালু
সমুদ্রে সাঁতার
স্নান জড়ানো মৃদু আলো
আগামী বর্ষার।
দিন কাটানো সুখী মুখের
দুঃখ যতদূর
অভাব গিলে জাগে পেটের
খিদে খিদে সুর।
ক্ষমতা দিয়ে যাদের উড়া
গলা ছেড়ে ডাক
শেষ অবধি উপচে পড়া
বাকিটুকু থাক!
হাঁটার কৌশল জানে মেয়ে
চিনে রাখে পথ
জব্দ করে কলম দিয়ে
ভাঙে যত মত।
জীবন নিয়ে এই যে যারা
অযথায় কাঁদে
ভোরের বুকে হারায় তারা
সূর্য ছাড়া ছাদে।
প্রেম এসেছে প্রেম এসেছে
ভাদ্র তুমি কই?
একশ' বছর থেক পাশে
জানবে লোকে ঐ।
তুই ছন্দ আমি শ্বাস
মন হয়েছে ব্যথিত
শিরায় শিহরণ
বিভোর স্বপ্ন তুই আছিস?
সব খোলা দরজায়
সুর ও সঙ্গীত
মুক্তি নেই তোর
যা ভাবছিস।
জানবাজি সেইসব
ভাগাভাগি জানলা
অতঃপর পৃথিবী চোরাজ্বর
উন্মোচিত রহস্যে
ভাঙুক বিষদাঁত
তোর কান্না হোক
আমার ঘর।
ঐশী দত্ত
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন