তারাশংকর বন্দ্যোপাধ্যায়



ছুঁয়ে থাকে সুখের বিভ্রম

আমারও তো ইচ্ছে করে
হলুদ শাড়ির পাশে অবেলায় একলা দাঁড়াই
ভেজানো দরজা খুলে দেখি
চৈত্রের খড়কুটো কোন পাখি কতটা কুড়োল।

আমারও তো ইচ্ছে করে
নদীতীর বরাবর ছুটে গিয়ে সেইখানে থামি
দলছুট পাখিদের কলতান শুনে দেখি
বিকেলের রোদ্দুর কত বেশি স্মৃতিতে কাতর।

যাওয়া যায় সব পথে,
যখন তখ্ন, কাছে দূরে,
পৌঁছানো সহজ নয়
গাছেদের ছায়া দেখে ফেলে আসা পথ মাপি যত,
সুখের বিভ্রম তবু ছুঁয়ে থাকে ধুন্দুমার সারাটা বিকেল।




তারাশংকর বন্দ্যোপাধ্যায় তারাশংকর বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.