বোঝাপড়া
একটা টুকটকে স্বপ্নিল আয়না
চওড়া রাস্তার ধারে চেয়ে থাকে
পড়ন্ত বিকালে ঘর খোলে বোঝা পড়ায়,
ছাদের উপর থেকে ঝুকে থাকে লাল নীল ফুলেরা
আর পাঁচটা সন্ধ্যার মতো জীবন
হঠাৎ ঝড় আসে আচমকা
মেঘেরা বৃষ্টির পশরা মুখে নিয়ে হাসে
একটা বোঝাপড়া বাকী থাকে
ঝড় জলের শব্দ নীরবতা ভাঙে
দরজার পাশে ভেজা কাপড় সাবলীল
শুখনো চোখে তাকিয়ে থাকে শুধু
রঙিন আলোতে অন্ধকারময়ী কায়া
কিছু পুরনো চিহ্ন নিয়ে মুখো মুখি হয়
বৃষ্টি ঝড়ে মেঘের আড়ালে তার
ধমনীর শিরায় শিরায় প্রতিবিম্ব
কিভাবে বলা হয় না অন্ধকার
পিঠ ঘেষে দারায় পুরনো দেয়াল
অতীতস্মৃতি তখনো - নিষিদ্ধ রাত
বৃষ্টির জলে শব্দহীন দুটো চোখে
সব বোঝাপড়া হয়ে যায়।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন