শর্মিষ্ঠা ঘোষ

 শর্মিষ্ঠা ঘোষ










কবর  

কে যে কখন কবর থেকে মাটি ঝেড়ে উঠে আসে
ততদিনে দরজায় নতুন ফলক
ততদিনে গলিপথে আরেকটা বাড়ি
কিছুকিছু নামহীন গাছ কোন কোন জ্যামিতিক স্টোন
শুধু অদেখায় ছিল বলে আজ দৃশ্যমান
নিজ বলে কিছু নেই আর নিজ বলে কেউ নেই বসে
ফটোফ্রেমে শুকিয়েছে মালা ভাঙ্গা কাঁচে মাকড়ের জাল
ফিরে যাওয়া চুপিসাড়ে ভালো অদেখায় সরে যাওয়া ভালো
চেনা শুধু কবরের মাটি পরিধানে লেগে থাকা ধুলো
যেখানে ছিলনা কোন টান সেই আজ পরম আপন





শর্মিষ্ঠা ঘোষ  শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

  1. জীবনসাহিত্যের শেষ লাইন লেখা হয়ে গেল .... অধিকারের নতুন পরিধির সন্ধান পেলাম।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.