বৃষ্টি রানী



আগে মানুষ হই

ধর্ম কিংবা জাতের নামে
কাউকেই করবো না অপমান
এটাই আামার পরম ধর্ম
যখন মানুষকে করি সম্মান ।।

ধর্মের নামে যদি বিদ্রোহ করি
রক্ত ঝরাই কারো বুকে
এই হাতে ভাঙ্গি মানুষের ঘর
তবুও মানুষ ভাবি নিজেকে ??

যদি চোখে জ্বলে ক্রোধের আগুন
কারো হৃদয় ভাঙ্গে অকারণে
মনে রেখো তুমিও মরবে ডুবে
ঘর ভাঙ্গা মানুষের অশ্রুবানে ।।

তোমাকে যিনি সৃষ্টি করেছেন
সকলের সৃষ্টিকর্তাও  তিনি
কেন  ধর্মের নামে সংঘাত করে
জন্মের কাছে হও  ঋণি ??

জগতটা শুধু তোমাদেরই নয়
যারা করছো জুলুম অত্যাচার
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
সকলের রয়েছে অধিকার ।।

নিজেকে আগে মানষ ভাবো
তারপর বাঁচাও তোমার ধর্ম
সকলে মিলে বেঁচে থাকি জগতে
না করি অ-মানুষের মত কর্ম ।।




বৃষ্টি রানী বৃষ্টি রানী Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.