বিদিশা দাস

বিদিশা দাস

ইচ্ছে হয় 

ইচ্ছে হয়,
খুব ইচ্ছে হয় একটা পৃথিবী বানাই !
যেখানে লোভ-হিংসে-কুটিলতা নেই,
সবার আগে সবাইকে যাবার ইঁদুর দৌড় নেই;
উপরে উঠতে উঠতে মাটির গন্ধ হারিয়ে যায়না যেখানে,
অহেতুক কষ্ট দেওয়া আর
আঘাত করা জানবে না কেউ সেখানে,
এমন পৃথিবী বানাই !

খুব ইচ্ছে করে এমন একটা পৃথিবী সাজাই !
যে জগৎটা দয়া-মায়া-ভালোবাসায় তৈরি;
শুধু রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে !
তেপান্তরের মাঠে পক্ষীরাজ এ চড়া রাজকুমার আছে,
নিঝুমপুরির রাজকন্যার সোনার কাঠি রূপোর কাঠি আছে,
লালকমল নীলকমল ডালিমকুমার আছে!
সব দুষ্টু মানুষগুলোর শেষে পরাজয় আছে
এমন পৃথিবী সাজাই।

খুব ইচ্ছে করে এমন একটা পৃথিবী সবাই পাই !
যেখানে খিদে নেই তেষ্টা নেই তাই,
খিদের জ্বালায় শৈশব নষ্ট হওয়াও নেই,
সেখানে স্বপ্নের খেলাঘর সাজাবে সবাই ।
ইচ্ছে হয় এমন একটা পৃথিবী সাজাই ।।



আশ্রয়

ওইখানে নদী ছিল,
ছিল ডাহুক-দুপুর, হরিণের নিলয়;
ফেনিল আবেগ আর শান্তির আশ্রয়,
বর্ষাভেজা রাত সংগে একমুঠো মেঘ;
প্রেমিক হৃদয় আর গোপন উদ্বেগ !
রাখালবালক আর তার মোহনবাঁশি,
মিঠে সুর সেই-"ভালোবাসি ভালোবাসি" ।

ওইখানে অরণ্য ছিল,
আলোছায়া আর রোদবৃষ্টি মাখা;
মুঠোমুঠো ফুল-রঙ-জলছবি আঁকা !
অভিমান ভুলে বাঁকাচাঁদের ছলাকলা,
গলে গলে পড়ত অনেক না-বলা !
নামঠিকানা ভুলে সেই হারিয়ে যাওয়া,
গহন সবুজেই পথ খুঁজে পাওয়া ।

ওইখানে সব ছিল !
নদী ছিল,অরণ্য ছিল,আকাশ-বাতাস-মাটি !
প্রজাপতির পাখায় ছিল ভালোবাসা খাঁটি ।
ওইখানে আজ আছে ইট-কাঠ-বালি,
ঐশ্বর্য সম্পদ-গুমোট বাতাস আর শর্তাবলী !
নদী আর অরণ্য গেছে হাত ধরাধরি করে খুঁজে নিতে অন্যকোথাও নিঃশর্ত আশ্রয় ।।




বিদিশা দাস বিদিশা দাস Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.