যৌথখামার
আমি যাকে গতকাল হারিয়ে দিয়েছি
যে আজ আমাকে হারিয়ে দিয়েছে
অথবা আগামীকাল যে তাকে হারিয়ে দেবে
একদিন আচমকা তারা আর কথা বলবেনা
ক্যাকোফোনি থেমে গেলে নি:স্তব্ধ কথাদের
কুড়িয়ে নিতে নিতে একদিন মধ্যরাত্রে আমাদের একাকীত্ব সঙ্ঘ বদ্ধ হবে
আমাদের চোখেরা ভুলে যাবে প্রত্যেকের স্তন থেকে ঝরে পড়া তোমার আশ্চর্য গভীর মন্থন
সমস্ত নারীদের মিলিত প্রলম্বিত ছায়া ততক্ষণে আকাশের গণ্ডী ফুঁড়ে দেবে
আমাদের যূথচারী যৌনকেশে তোমার স্পর্শগুলি ম্লান, তোমাকে না খুঁজে কেউ কেউ খুঁজে নেবে যৌথখামার
সমস্ত নারী তার দাগলাগা পালক খুলে পবিত্র জলে ধুয়ে অলৌকিক বিন্যাসে সাজিয়ে নেবে ব্যক্তিগত ক্ষুধালিপি,
সেক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘ ও রঙিন,পিচ্ছিল ও পেলব নখগুলি স্বচ্ছতা হারাবে
সেক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘ ও রঙিন,পিচ্ছিল ও পেলব নখগুলি স্বচ্ছতা হারাবে
এইসব মদমত্ত নারীদের সুগন্ধি ফেরোমেন
হয়ত আবার তোমাকে নাড়িয়ে দিলে
সন্ধ্যের অন্ধকারে সফেন মধুদণ্ড ঈষৎ লালাভ চোখে শিকারের খোঁজে
আরো যেন কা'কে কা'কে অথবা
কা'কে ইথারে তরঙ্গ পাঠাবে বারবার
তবু পৃথিবীর সব নারী সেইসব রাতে একক ও মৌলিক যৌনক্রীড়া সেরে
এক একটি ব্যাধে পরিণত হলে কাকের চোখের মতো জলে
এক একটি ব্যাধে পরিণত হলে কাকের চোখের মতো জলে
যে ছায়াটি ভাসবে তোমার তার মুখ
অবিকল পরাজিত শত্রুর মতো।
অরুণিমা চৌধুরী
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন