২৩শে অক্টোবর, রবিবার এক ছোট্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেওয়ার উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করলেন যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত ও গতবারের রেওয়ার সাহিত্য সম্মানে সম্মানিত তিন কবি-সাহিত্যিক সুজন ভট্টাচার্য, বৈজয়ন্ত রাহা , রুদ্র গোস্বামী । উপস্থিত ছিলেন রেওয়া পত্রিকার সহ-সম্পাদক পিয়ালী মজুমদার ।
অনুষ্ঠানে বাহ্যিক কোন জাঁক জমক না রইলেও উপস্থিত অতিথিদের মধ্যে প্রাণ প্রাচুর্যের অভাব ছিল না। রেওয়া সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন সোমা গাংগুলি, কোয়েলী ঘোষ, মধুমিতা পিরি, সুমনা পাল ভট্টাচার্য্য। বনানী ভট্টাচার্য,কাজরী বসু, প্রদীপ গুপ্তদা, প্রতাপ রায়, পিয়ালী বসু ঘোষ, সৌভনিক বুবাই চক্রবর্ত্তী, অমল দা, পার্থ রায়, বৈজয়ন্ত রাহা, রুদ্র গোস্বামী,সুজন ভট্টাচার্যর কবিতা পাঠ ও শেষে একটি শ্রুতি নাটকে রমা চোঙদার, অপর্ণা গাঙ্গুলী, মধুমিতা পিরি, বৈজয়ন্ত রাহা, সুমনা পাল ভট্টাচার্য, পিয়ালী মজুমদারের অভিনয় অনুষ্ঠানটিকে একটা অন্য মাত্রা দিয়ে গেল। বৈজয়ন্ত রাহার অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা যথেষ্ট প্রশংসনীয়।
সবশেষে , অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কবি, শিল্পীদের রেওয়া পত্রিকার তরফ থেকে ছোট্ব স্মারক উপহার তুলে দেওয়া হয়।
সবশেষে , অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কবি, শিল্পীদের রেওয়া পত্রিকার তরফ থেকে ছোট্ব স্মারক উপহার তুলে দেওয়া হয়।
রেওয়ার উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন
Reviewed by Pd
on
অক্টোবর ২৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৮, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন