শ্রীমন্ত দে



ত্যাগের কাহিনি

কাঁটাতারের বেড়া,সীমান্ত রেখা
সবের মাঝেই পাবে শোণিতের দাগ,
শেষ নিঃশ্বাস পড়ার শব্দ,
বুক পেতে বুলেট নেওয়া
কত তাজা প্রাণের যন্ত্রণা ভোগ।

মাতৃঅন্ত কোমল-কঠোর প্রাণ
মায়ের বুকে পতিত নির্মম থাবা
আত্মবক্ষে স্বেচ্ছায় ধারণ করে
মহাদেবের জহর পানের ন্যায়।

সংসারের সুখ,জীবনের মায়া
কোনো বন্ধনই তাদের বাঁধতে পারেনি,
পরাজয়ের চেয়ে মৃত্যুকেই শ্রেয় ভাবা
প্রকৃত দেশনায়কদের আত্মবলিদান
খোদিত আছে প্রতিটি প্রদেশে
লেখা আছে তাদের অমর ত্যাগের কাহিনি।





শ্রীমন্ত দে শ্রীমন্ত দে Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.