পারমিতা চক্রবর্ত্তী

পারমিতা চক্রবর্ত্তী


বাঁচব কিন্তু কেন 

মানুষের চরিত্র বোধা বড়ই
দুঃসাধ্য নিরুত্তর থাকলে বলবে
প্রশ্ল করছ না কেন

ক্লান্ত পথে বিশ্রাম নিলে
বলবে বসলে কেন যাপনের
জটিলতায় দৌড়লে
বলবে অত তাড়া কিসের
সুখের ঘুমে স্বস্তি খোঁজা
'উলু বনে মুক্তো খোঁজা ' ন্যায়

ক্রমশ উর্ধগতি ,অধঃগতিময় জীবন
মরণ যদি হাত বাড়ায় বলবে
বাঁচো ! অনেক কিছু প্রতীক্ষারত

ভয় হয় কোনদিন বলবে
ছিঃ ! ওত বাঁচার কি দরকার

বড় সঙ্কোচ নিয়ে বেঁচে থাকা
হয়ত কোনদিন বলবে তুমি কে .....




পারমিতা চক্রবর্ত্তী পারমিতা চক্রবর্ত্তী Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.