কাজী জুবেরী মোস্তাক



কখনো কি তুমি

কখনো কি তুমি স্বপ্ন দেখেছো
দেখোনি তো!
একবার মুখ উঁচিয়েই দেখো
স্বপ্ন দেখার সেকি মজা
সে স্বপ্ন দেখে চলেছি আমি
আকাশের শূন্য বুকে  ৷

কখনো কি ভালোবেসেছো
বাসোনি তো?
একবার ভালোবেসেই দেখো
ভালোবাসায় সেকি মায়া
সে মায়ায় আমি বুঁদ হয়ে আছি
তোমার নামে  দিবানিশি জপি ৷

কখনো কি একা থেকেছো ?
থাকনি তো ?
একবার একা হয়েই দেখো
একাকীত্বের কি জ্বালা ?
সে জ্বালা বয়ে চলেছি আমি
বিশ্বভূমিতে অনাদিকাল ধরে ৷




কাজী জুবেরী মোস্তাক কাজী জুবেরী মোস্তাক Reviewed by Pd on অক্টোবর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.