ইন্দ্রাণী সরকার

ইন্দ্রাণী সরকার

সমীকরণ

ভালোবেসে কোনো ভুল তো কেউ করে না
ভুল করে বিশ্বাস করে
উদাহরণ ?
এই যেমন কেউ কোনো দুর্গম নগরীতে গেছে
ছুটি কাটাতে ও সাথে তার বিরল সৌন্দর্য্য উপভোগ করতে
সে ধীরে ধীরে জায়গাটিকে ভালবাসল
কোনো ভুল এখনো পর্যন্ত্ নেই
এবার সে জায়গাটির নিরাপত্তাকে বিশ্বাস করতে শুরু করল
যে সব দুর্গম পথে আনাগোনা মানা তা অতিক্রম করতে চাইল
সে নিজেকে বলল, "আমি যদি পথকে বিশ্বাস করতে পারি
সে কেন আমার বিপদ ডেকে আনবে?"
এটাই ভুল, এই অন্ধ বিশ্বাসই ভুল
দেখা গেল, লোকটি হয় নিখোঁজ অথবা ওর গাড়ি খাদ থেকে গড়িয়ে পড়ে গেছে
এবার বল সব সময়ই কি তা হয় ?
না------
প্রকৃতি ততটা বেইমান হয় না যতটা মানুষ হয়
তাই আজ দেখো একটি খোঁড়া মানুষ পাহাড়ে উঠছে
যদিও নীচে একদল হাত পেতে বসে আছে
তবুও তারা ভগ্ন মানুষটিকে প্রকৃতির সাথে মারণাত্মক খেলায় ছেড়ে দিল
সুযোগ ত' অনেকবারই পেলে
সে সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছ কি?
যখন এতদিনে পার নি, আর পারবেও না
যদি পারো নিজের প্রয়োজনের কথা শুধু না ভেবে
বন্ধুর নিরাপত্তাকে আগে স্থান দিতে,
তবেই ফিরে এসো, নিরাপত্তার সব শর্ত মেনে নিয়ে ...
ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.