শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায় দীপাবলির আলোকে আজ উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক। আলোকের এই ঝর্ণাধারায় সকল অন্ধকার, কালিমা ধুইয়ে পৃথিবীকে আলোকিত করতে জ্বালানো হবে সহস্র দ্বীপ। বাংলায় ‘দীপাবলি’, হিন্দিতে ‘দিওয়ালি- যার অর্থ প্রদীপের সারি। দীপাবলির আলোয় দূর হয় সকল অশুভ শক্তি, ঘটে শুভ শক্তির আর্বিভাব। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মশাস্ত্র মতে, মা কালী হচ্ছেন অগ্নির সপ্তম জিহ্বা আর অগ্নি হচ্ছেন স্বয়ং ঈশ্বর; যা মা কালী বা শ্যামা নামে ভক্তদের কাছে তাদের মাতৃ আরাধনায় দিপাবলি উৎসবের এই দিনে উপস্থিত হন।
এ উৎসব থেকেই আজ সকল কু অর্থাৎ খারাপ কে দূর করে যা কিছু শুভ তাকে আহ্বান জানাই বিশ্ব শান্তির লক্ষ্যে, আঁধার ঘুচিয়ে আলোর দিশায় অন্তহীন অনন্ত পথযাত্রীর মত ।
এ উৎসব হোক বন্ধনের ,ভ্রাতৃত্বের । এ উৎসব হোক নতুনের , এ উৎসব হোক পবিত্রতার এই কামনা করে আমি অনন্যা সাজালাম এবারের গানঘর ।
আকাশ প্রদীপ জ্বলে ...
নিবিড় ঘন আঁধারে ...
দীপ জ্বেলে ঐ তারা ...
মঙ্গল দীপ জ্বেলে ...
তুমি নির্মল করো ...
বরিষ ধরা মাঝে ...
আগুনের পরশমণি ...
আনন্দলোকে মঙ্গলোকে ...
অনন্যা ব্যানার্জি
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৯, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন