অমরেশ বিশ্বাস



সমাধান

বড়ই জটীল অঙ্কখানা
সূত্র কি তার, নেই তা জানা
ভাবছি বসে বসে
এমন সময় আকাশ থেকে 
পড়লো তারা খসে।

তারাখানা চমৎকার
দিল সমাধান সমস্যার
বাঁচলাম হাঁফ ছেড়ে। 

অঙ্ক স্যারের চোখ কপালে
আদর করে ডেকে বলে
বলতো দেখি অঙ্কখানা 
করলি কেমন করে।





অমরেশ বিশ্বাস অমরেশ বিশ্বাস Reviewed by Pd on অক্টোবর ০৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.