শীলা বিশ্বাস

 শীলা বিশ্বাস

আবার এসেছে শরৎ         

শব্দরা গৃহবন্দী বাধ্য সন্তান নয়
ওরা গোঠের রাখাল
শরতের তরলসোনা রোদ গায়ে মেখে
ভেসে যাক, ভাঙুক ,জুড়ুক, সখ্যতা করুক
খুঁজে নিক দোসর
সৃজন মাঠে ফসল ফলাক
পুজোর ঘ্রানে লেপ্টে মনকেমনের বাঁশীর সুরে
যমুনায় রাধার জলকেলিতে
ফুটে উঠুক শব্দের উপলসম্ভার নিজস্ব উদ্ভাসে ।




শীলা বিশ্বাস  শীলা বিশ্বাস Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.