সে আর ফিরে আসবেনা
(এক )
আলতো আলতো চোখ বুঝে আসলেও ঘুম আর সাড়া দেয়না,
রাতটা এভাবেই কেটে গেলো,
রোজকার মতোই,
আকাশ জুড়ে ঘেরাও করে আলো বাড়ছে,
কিছুই আসে যায় না ।
অশ্রূ শুষে দাগ কেটেছে,
একটুবাদেই নগর ব্যাস্ততা নিয়ে ছুট দেবে,
এ অঙ্কের সংখ্যা আমি যে পাইনি,
তাই হয়তো মিলছেনা,
শুধুই জীর্ণ শরীরটা রেখেছে ।
বিরতির নাম করে অবসর নিলেও যে নিতে পারি না,
এতটা স্বার্থ ডাক পারেনা,
প্রযুক্তির ভাষা গুলো সঙ্গ দিলেও বা কি !!
পালিত নেশাও সূচক জানে,
রিয়া আর ফিরে তাকাবে না।
( দুই )
নিশাচরদের কারাবাস শুরু,
আমি ওদের ফেরার পথ গুনি,
সেদিন হয়তো কথা বললেও বলতে পারতাম,
এটুকু 'যদি' মাঝেমাঝেই বুনি ।
শরৎ বইছে,
সোধা সোধা গন্ধ উড়বে,
জাবজ্জীবন কবিতার ইশারায়।
আক্ষেপগুলো মরচের প্রলেপ ভরবে ।
আমারও-তো অভিমান আছে,
ভনিতাও ঠিক হয়না,
নেশার গন্ধই সমাপ্ত জানে,
রিয়া আর ফিরে তাকাবে না ।
জয়ন্ত সেন
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন