"পাহাড়, অরণ্য ও একফালি মেঘ "
কর্কটক্রান্তির কথা বললেই আমার বড়ো কৃষ্ণনগরের কথা মনে পড়ে
বাসস্ট্যান্ডে তুমুল হইচই, দালালের হাত টানাটানি
একমূহুর্ত 'নড়ে না চড়ে না ঝুম 'খেলি
বারবেলায় রোদ ঠিকরায়। কোনো রেখা চোখে পড়ে না ---
মেঘ বলেছে পাহাড় ছোঁবে
অরণ্যও ছাড়বার পাত্র নয়
এখন ঋতুপরিবর্তন স্পষ্ট বুঝি
গম্ভীর বিষন্নতার টান পাড়াপাড়ি কঠিন ও সজীবের ফাঁকে
চোখ জুড়ে তরল বৃষ্টির উসকানি ;
অপর্না, এই যে, হ্যাঁ তোমাকেই বলছি
মনে মনে কর্কটক্রান্তি জুড়ে দিলেই আকাশ ভাগ হয়না...
সন্তু বিশ্বাস
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন