চারুলতার স্বীকারোক্তি
ফুল যেমন তার সত্ত্বাকে সমর্পণ
করে বীজ রূপে
আমার ভালোবাসা ও সমর্পিত
তোমার অন্তিম রক্তের বিন্দুতে
পাহাড় যদি রক্ষা করে
বিস্তীর্ণ অন্ধকারকে
নির্জনতা মানবিক ভোগসুখের
নকল গুম্ফা আবিষ্কার করে
বিষন্ন পণ্যগুলো দলা পাকিয়ে
থাকে আমন্ত্রণহীন ক্রোধে
হৃদয়ের অন্তিম ফুল পড়ে থাকে
শীতের ডোবায়
দিনগুলো হলুদ গালচের মধ্যে
শ্বাসরোধ করে মরে
পামগাছের মাথায় ফেলে আসা ভালোবাসাকে সমর্পণ করলাম
রোদ্দুরের কাছে
গর্জমান সমুদ্রে খুঁজে নিও আমায়
পারলে .....
পারমিতা চক্রবর্ত্তী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন