পল্লবী ব্যানার্জী

পল্লবী ব্যানার্জী

মা
মা 

এ তুমি বড়ই আপন,
অমূল্য যার অবদান,
দিবানিশি তাই তুমি’ই ভুবন
তোমাতেই নিবেদিত প্রাণ।

তোমার কোন জাত নেই
নেই কোন লুকোচুরি ...
একটাই তো পরিচয়, তুমি মা
তুমি জগত সংসারী।

তোমার আদর, তোমার কোল
পাই তোমাতেই যত মনোবল -
তোমার পরশ, তোমার  সাহস
তাই তোমাতেই যত প্রেরনারস্থল।

চাই তোমাতেই জন্ম, তোমাতেই আগামী
তোমাতেই যুগ যুগান্তরে ...
খুব চাই, তাই ভীষণ চাই ... হে চিন্ময়ী
দুর্দিনে পর, সুদিনে আপন - ঘুচাইতে চিরতরে ।।

হে দেবী! হে  আরধ্য মৃন্ময়ী, হে দশভুজা ...
তুমিই তো জন্মান্তর জননী, বড় প্রিয় মা আমার -
তোমায় ঘিরে যত বন্দনা আজ , শুধুই মানুষ হতে ই
পূর্ণ করো, ধন্যি করো - আশা আকাঙ্ক্ষা সবার।



পল্লবী ব্যানার্জী পল্লবী ব্যানার্জী Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.