তোকে চাই
আমার ভীষণ মন খারাপ করছে
এখনই তোকে চাই
রাগে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে কুচিকুচি সৃষ্ট ধৃষ্ট কোন সাহস
এত চটে যাই তোর কাজকর্ম দেখে
তখনই মনে হতে থাকে তোকে চাই
কোন সমস্যা এলে তোকে বলতেই চাই
কী আশ্চর্য আর কাকেই বা বলব , যদি স্রেফ তোকেই চাই!
সেদিন এত বড় একটা সংবাদ এলো
তোর কথা বড্ড মনে পড়ছিল
ইচ্ছে হচ্ছিল ছুটে তোর কাছেই যাই,
তোকে তো আমি দারুণ করে চাই
শরীর খুব খারাপ করে যখন, টনটন কষ্ট
বুকের মধ্যে ভেসে ওঠে চাওয়াটুকু
তোকে চাই, তোর বুকের মধ্যে ডুবিয়ে রাখতে চাই উত্তপ্ত মুখ
এসব ছাই হচ্ছে নূপুর দুপুর বিষণ্ণ কোন বিহ্বল
মন খারাপ হলে ভালো হলে আলো হলে কালো হলে
তোকে ওরে তোকে কেবল তোকে
নিরবধি তোকেই চাই রে ... সোনামন
জয়া চৌধুরী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন