তাসমিন আফরোজ

tasmin

হয়তো        

১।

হয়তো এটাই ভালো ,এখনো যা কিছু ভুল লুকিয়ে
রাখি রিমোট কন্ট্রোলের ছোট ছোট বাটন বুলিয়ে
দ্যাখোনি বুঝি মনের বাতিঘরে নিঃশব্দ কৌশল
ইস্তিহারের পাতায় ক্রমশ বাড়িয়ে দেয়
পুরনো চিঠি দেখার নিখাদ ছল
হয়তো এমনই যাবে দিন,আদিবাসী রমণীর
খোলা নিপুণ স্তন
পায়ে পায়ে এগিয়ে যেয়েও ফেরারি পথে
সব আগ্রহ ছুঁড়ে ফেলে শুষে নেবো অলৌকিক বর্ষণ
দ্যাখো তবু এই ঘাট,এখানে নেই কোন বারোয়ারী শাসন
হয়তো কোন এক দিন আমি তুমি আমরা যখন তখন
মহাজাগতিক হাল ধরে
জীবন্ত রেখার ভেতর রৌদ্রের এক ফুঁ'তে তাবৎ
পিপাসায় মেলে দেবো নিজস্ব ঘৃণা
নিরুত্তর ঈশ্বরের কাছে সুমধুর গানের ভানে
পুরো আকাশ টা তুলে ফেলে রিমোট বাটনে দেখে নিবো
ওখানে কোন জল এখনো ঢেউ তুলে ?
মুছে ফেলে সব বিষের ফেনা ----


২।

এখানেও ধারালো নখ, তবু অপেক্ষার রাত্রিতে তোমায় খুব
সযত্নে ধরে রাখি সম্পর্কহীন মায়ায়
যদিও আনন্দকুণ্ডলী জ্বলে উঠেছে সঙ্গোপনে
আকাশে মাখামাখি তারাদের ভূমিকায়
তোমাকে রেখেছি তাই দক্ষিণ ঘরে
বেহাগি সঙ্গীত খাতায়
তুমি বেশ নাম লেখালে অবলীলায়
ফস্কে যাওয়া হৃদয় ছেঁড়ায়
আমি এখন তাপমাত্রা তুলে রেখেছি পাকানো দড়ির শিকায়



তাসমিন আফরোজ  তাসমিন আফরোজ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.