দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকা ডিকুল গ্রামে "টাঙ্গন সাহিত্য সংস্কৃতি ও লোকমঞ্চ"র বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড বিষ্ময় সৃষ্টি করে। লোকশিল্প, লোকগান ,লোকসংস্কৃতি নিয়ে তাদের প্রচেষ্টা রীতিমতো ঈর্ষণীয়।
এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সংবর্ধনা প্রদান করা এদের কর্মকান্ডেরই ছোট অংশ। গত ৩১ জুলাই স্থানীয় মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হলো তাদের ৪র্থ বর্ষ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
মাধ্যমিকের তেরো জন ও উচ্চমাধ্যমিকের দশ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে মানপত্র ও উপহার সামগ্রী তুলে দিলেন এলাকার বিশিষ্ট নাগরিকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনসেবী শিক্ষক রণজিৎ কুমার দত্ত, কবি বিশ্বনাথ লাহা, শিক্ষিকা ও নৃত্যশিল্পী সুচেতনা ব্যানার্জী, লোকশিল্পী অরিন্দম সিংহ রানা প্রমুখ। শিক্ষাদরদী ও মানবিক এই অনুু্ষ্ঠানে সভাপতিত্ব করেন কবি গোবিন্দ তালুকদার। সভাপতি সম্পাদক তাপস রায় , সম্পাদক নিমাই সরকার তাঁদের এই প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সাবলীল সঞ্চালনায় এগিয়ে নিয়ে যান শিক্ষক বিপ্লব রায়।
তথ্য - শাঁওলি দে
সংবর্ধনা অনুষ্ঠান,দক্ষিন দিনাজপুর
Reviewed by Pd
on
আগস্ট ১৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৯, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন