সৌম্যদীপ রায়

soumadip







আপনার ঘর থেকে কি স্বপ্ন চুরি যাচ্ছে রোজ ? আপনার কি মাঝে মাঝেই মনেহয় রাত নামলে জানলার বাইরে ভাবনা চিন্তাগুলো কু ডাকছে আর একটা দল বানানোর চেষ্টা করছে আপনার বিরুদ্ধে ? কিন্তু আপনি টর্চ্লাইট্ নিয়ে খুঁজতে বেরলে কাউকেই দেখতে পাচ্ছেন না। সেই ডাক গুলো কেমন যেন আলো ভেদ করে অন্ধকার হয়ে যায়।

দিনের বেলাতেও আপনি যখন নিজেকে নিয়ে বেরিয়ে যান দৈনন্দিন আকাশ-পাতাল এক করতে, আর বাড়িতে আপনারা চোখ থাকে না, আপনার বুক ধড়ফড় করে ভয়ে যে আলমারি থেকে মহামূল্যবান স্মৃতিগুলো চেনা-অচেনা লোক চুরি করে নিচ্ছে ? আপনার অবর্তমানে বাড়িতে ঢুকে আপনার সব পরিকল্পনা ওলটপালট করে দিচ্ছে কেউ? আপনি থাকতে চাইছেন সব জায়গায়, নজর রাখতে চাইছেন বাড়িতে।

আমরা আছি, দাদা আমরা আছি। আমরা সি.সি.টি.ভি. বসাই বাড়িতে বাড়িতে ঘরে ঘরে , সদর দরজার উপর দুটো ক্যামেরা বসাবো আমরা। একটা সুযোগ করে দিন নিজেকে।

অভ্যন্তরের দিকে তাকিয়ে বছরের প্রত্যেকদিন চব্বিশ ঘন্টা রেকর্ডিং করে যাবে একটা ক্যামেরা । আনলিমিটেড স্টোরেজ। সারাদিনের ভাল ঘটনা রেখে দেব আমরা শুধু আপনার জন্য। বাচ্চার দুষ্টুমির ভিডিও, আপনার বৌ-এর ঘর গোছানো ছবি, মা-এর পুজো করার, বাবার আরামকেদারায় বসে পেপার পড়ার ভিডিও। সব রাখবো আমরা। আপনার স্বপ্নগুলোতে অচেনা হাত পড়লেই সোজা আপনার মোবাইলে রিংটোন পাঠিয়ে দেব।

অন্য ক্যামেরাটায় এসব উঠবে না। ওটা রেকর্ড করবে আপনার বাড়ির ঝগড়াঝাটি, বাড়ির কারুর অসুখ, সংসারের অভাব। মজার ব্যাপার এতে আমরা স্টোরেজ রাখিনা আমরা । অফিস থেকে ফিরে দেখবেন সব ভ্যানিশ, সব শুষে নিয়েছে আমাদের ক্যামেরা।

আমরা সব পারি দাদা। এসব শুধুই অনুভূতির কম্পাঙ্কের ছাঁকনির খেলা। একবার আসুন, জীবন বদলে দেব, মাথার দিব্যি দিচ্ছি। 



সৌম্যদীপ রায় সৌম্যদীপ রায় Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.