কবি তুমি কাঁদছো
কলমে দাঁত লেগে গেছে
খুব সাধারণ ক্ষত আর রক্ত ঝরছে কমবে না ডেটল ব্যান্ডেজ।
প্লিস আমার কাছে আসবেন না
কবি তুমি তাদের কথা লেখো।
যাদের প্রেমে তুমি হাবুডুবু খাও আবার হয়তো প্রেমে পরো
এসো কবি আবার মানুষের কথা লেখা।
সামনে পরে থাকা পয়লা শ্রাবন
সে তো চলে গেছে ,চলে যাওয়াটা সাধারণ বৃষ্টির মত
টাপুরটুপুর সারা দুপুর, শরীরে ঘাম
ভিজে যাচ্ছে সময় সবুজ পাতা গড়িয়ে জল তোমার নাভিতে।
কবি তুমি ভিজে যাচ্ছো
বললাম তো মানুষের কথা লেখো।
কলমের সাথে ভালোবাসা ভালো আরো ভালো মানুষকে ভালোবাসা
কবি তুমি জীবনের কথা লেখো।
চলা পথ ,পায়ে কাঁটা ,ভেঙে পরা পাঁচিল ,আকাশের চাঁদ
আবার ভিজছে ,চাঁদ আড়ালে এখন
তোমার বুকের উপর খাবলানো কোনো কবিতা।
কলমে ইচ্ছে লেগে আছে
খুব সাধারণ পায়ে হাঁটা আদরের সাথে বিছানার চাদর।
ইশ ভিজে গেলো সব
কবি তুমি জানলা বন্ধ করো।
বৃষ্টি ফোঁটা গড়িয়ে নামছে চিবুক বেয়ে ঠিক নোনা জল
ইশ কবি তুমি কাঁদছো।
ঋষি
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন