রত্না দাশগুপ্ত আইচ

ratna
অতীতগামী ভবিষ্যত

নিরবতারও থাকে কিছু কথা
যদি তাকে সাজাতে পারো
কথা দিলাম ফিরবো…
যদি মনের কোচরে জমা আভিমানে
সোনার কাঠি ছোঁয়াতে পারো।
পথের ধুলো কুড়িয়ে দেখেছি
আমার আঙুলে সোনা
পথের বাঁকেই পড়ে আছে যত অতীত,
হারানো ঠিকানা।
আকাশ আছে নিজের মতোই, উদ্বাহু উদার
নিভেছে সময়, আকাশে তাকানো চোখে তারায়
অন্তহীন অন্ধকার।
চেনা পথঘাট, মোড়ের জটলা পাল্টেছে সেই পাড়া
কী বা আছে করার?-
স্মৃতিগুলো নিয়ে একা হয়ে যাওয়া ছাড়া!
স্মৃতির নকশিকাঁথায় কেটে যায় গোটা রাত
সুতোর বুননে আলাদা করেছি
অতীতগামী ভবিষ্যত।


রত্না দাশগুপ্ত আইচ রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.