প্রবীর চক্রবর্তী



দিগদর্শী

বহুদিন পর দেখা।কথায় প্রেম প্রেম গন্ধ।
স্থান কাল ভুলেছে বয়েস।

স্বাভাবিক উচ্চারণে ছুঁয়ে যাচ্ছে তোমার
বহুচেনা স্বর ।ভাঙছে রাত্রির সাধনা।

অলসপ্রকৃতি বলে লোকে নিন্দা করত।এখন সারাদিন রোদে পুড়ি,জলে ভিজি।

জীবনের খাতা ছিঁড়ে উড়িয়ে দিই পাতা।
ঝর্ণায় স্নান করার জন্য।অন্তর্বাস ছেড়ে।

অথচ,এতদিন পর ,তুমি-
শুধুমাত্র দিগদর্শী যন্ত্র হয়ে উঠলে!



প্রবীর চক্রবর্তী প্রবীর চক্রবর্তী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.