নন্দিনী পাল

nandini

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

বিবর্ন ক্যানভাসে অনুজ্জ্বল রঙে
চিত্রকর আঁকছে ছবি তুলির আঁচড়ে।
ফ্যাকাসে পৃথিবীতে আজ ধূসর বিষাদ
চারিদিকে হাহাকার, অনাহার, অবসাদ
মৃত্যুর কি অনায়াস উপস্থিতি-
ছড়ানো ছেটানো কঙ্কালের স্তূপে,
নতুন জীবন দিচ্ছে উঁকি
মাথা তুলে ওই ঊর্ধ্বাকাশে।
নেই লজ্জা, নেই মান, নেই মৃত্যুভয়
ক্ষুধার রাজ্যে পৃথিবী শুধুই গদ্যময়।
মাতৃজঠরে ওই বুভুক্ষু প্রান,
নমাস ধরে করেছে বারিস্নান
মেটেনি তার তৃষা, মেটেনি ক্ষুধা।
পাঁজর কোঠরে প্রানভোমরা আজ
ওষ্ঠ রেখেছে পৃথিবীর বুকে,
শুষে নিতে চায় জীবনের রস
পুঁতি গন্ধময় ঊষর বধ্যভূমি হতে।
রাত্রি নেমেছে শ্মশান ক্ষেত্রে,
চুঁইয়ে পড়ছে দুগ্ধফেনিল
চাঁদের বক্ষ হতে
সেই সুধারস পান করবে
সে কল্পনা বৃথা
শব্দহীন বধ্যক্ষেত্রে বিষন্ন চিল
আজ ক্রন্দনরতা।



নন্দিনী পাল নন্দিনী পাল Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.