বিনাশ কারুকাজ
পাতন প্রক্রিয়ায় ঘন আবেগ ছেকে নিলে
অনেক সময় নীচের পাত্র বেমালুম ফাঁকা পরিলক্ষিত হয়।
ভালবাসা পাস্তুরিত হয়ে যাবার পর
কিছু দানাদার লবন পাওয়া যায়।
যা অশ্রুগ্রন্হিতে রোধক হিসেবে কার্যকর।
এ নগরে হরপ্পার ছায়া তীব্র, আচম্বিত শকুন চিত্কার
ভীত হয় খনি শ্রমিক মৃত্যু উত্কন্ঠায়।
হৃদয়পুরের বিচ্ছিন্ন দেয়ালে খুব টেরাকোটার কাজ চলছে,
সদ্য অস্থি -মাংশ-চামড়ার জীবাশ্ম উপকরন।
খুঁড়তে খুঁড়তে এক শতাব্দী বিজ্ঞানী ক্লান্ত
খুঁজে পায়না কাংঙ্খিত টংকার ধ্বনি।
আসমা অধরা
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন