অরুণিমা চৌধুরী

arunima

প্রিয়তম শত্রুবন্ধু

চাইলেও আর কিছুতেই বন্ধু হওয়া যাচ্ছেনা
পরিচিত রাস্তায়, দুজন মানুষ,
পরিচয় হারিয়েছি স্বেচ্ছায়।

এখন আমাদের যুদ্ধ যুদ্ধ খেলা।
এখন আমাদের ছেঁড়া চটি, চাটিবাটি সংরক্ষণ
এখন হাতদুটো  শক্ত করে রাখা।
দেখবোনা দেখবোনা করেও ট্যারা ঘাড় আর বেঁকা ঠোঁটের দেখা হয়েই যায়,
অথচ কেউ কারো দিকে তাকায় না।
একটা পরিচিত রাস্তায়, দুজন পরিচিত মানুষ,
পরিচয় হারিয়ে স্বেচ্ছায়
চাইলেও আর কিছুতেই বন্ধু হয়ে ওঠেনা।





অরুণিমা চৌধুরী অরুণিমা চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.