কাজী জুবেরী মোস্তাক



মানুষ এক জাত 

তোমরা তো বলো ওরা নাকি হিন্দু-মুসলমান
আমিতো দেখি মানুষ ওরা জাতে সবাই সমান ,
মানুষের মাঝেই বাস করে খোদা আর ভগবান
খুঁজে দেখ ঐ বাইবেল , গীতা আর কুরআন ৷

হয়তো ওরা বিধর্মী নাস্তিক তোমার দৃষ্টিতে
কেমন আস্তিক তুমি হে মানুষকে হত্যা করে?
মানুষ হয়ে মানুষ হত্যা এ মহাপাপ সব কিতাবে বলে
এমন কিতাব আছে নাকি যেথায় হত্যা করতে বলে?

সৃষ্টির সেরা জাত আজ তুমি বলছো গলা বাজিয়ে
আর জিহাদের নামে হত্যা করছো সেই মানবতাকে,
কোন সে জাত চেনাও আজ তুমি মানুষ হত্যা করে
মানুষ হয়ে মানুষ হত্যা এ মহাপাপ সব ধর্মেই বলে ৷

খোদা ভগবান ঈশ্বর বলে ডাকছো তুমি যাকে
সেই কিন্তু বিরাজ করছে তোমার-আমার মাঝে,
সৃষ্টিকর্তা একজনই আর প্রথম আদম,হাওয়া
কোন সে জাত ছিলো তখন মানুষ জাত ছাড়া ৷

আপন স্বার্থে করেছো তোমরা মানবজাত বিভক্ত
হিন্দু,মুসলিম নামে ডাকো তাকে হাসিল করতে স্বার্থ
অন্তরালে হাসছো অট্টহাসি আজ দেখে মানুষের রক্ত
মানুষে মানুষে একজাত হবে সে আশা আজ বিলুপ্ত ৷



কাজী জুবেরী মোস্তাক কাজী জুবেরী মোস্তাক Reviewed by Pd on জুলাই ২৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.