স্ফুলিঙ্গ
স্ফুলিঙ্গ বেঁচে খায় কিছু লোক, দিনভর
ঘামজলে স্নানের পর দু’চারটে শুকনো রুটি...
বিকেলে ঘাসের কোলে তাসের আসর,
স্ফুলিঙ্গ বুকে নিভিয়ে রাখাও একধরনের ত্রুটি
কাঠির গায়ে ফসফরাস মেখে, স্ফুলিঙ্গ বাক্সবন্দি
হয়ে বেড়ায় শহর থেকে গ্রাম,
ঘেঁটে সামজিকতা, শালীনতা, পরকীয়ার কাসুন্দি
আমিও কিছু স্ফুলিঙ্গ নামক মানুষ কিনলাম
এরপর সেই মানব স্ফুলিঙ্গ আবার সমাধি
যাবে, জেগে থাকবে কিছু অপরাধ...
কেউ টিকতে পারেনি আজ অবধি,
বেইমানির পরিণতি ধ্বংস, মৃত্যু, বরবাদ
বৈষম্য মুছে এক হোক নারী-পুরুষ-ক্লীবলিঙ্গ,
বেঁচে থাকুক বিপ্লব, প্রতি ঘরে স্ফুলিঙ্গ
তন্ময় দেব
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন