থাক অমর হয়ে
হঠাৎ একটু হাওয়া স্পর্শ করলো আমার শরীরে
ফিরতেই দেখি তুমি দাঁড়িয়ে আমার পাশে
বহুদিন পর দেখা
নেই কোন পরিবর্ত তোমার
সেই ডাগর ডাগর আঁখি
পলক অন্যত্র ফিরেইনা
সেই নরম ঠোঁট দু'টো
নতুন চাঁদের মতো বেঁকে দিচ্ছো মিষ্টি হাসিতে
কম্পিত ঠোঁটে চাইছো কিছু বলতে
বলি আমি 'বসো'
শুনবো , শুনবো তোমার সব কথা
শুনছি আর শুনছি
শুনছি তোমার ছোট্টবেলার স্মৃতি কথা
শুনছি বেড়ে উঠার কথা
শুনছি নয়ন সিক্ত যৌবনের দুঃখের কাহিনী
আমি তোমায় তাকায়ে তাকিয়ে দেখছি আর শুনছি
যেন শোনায় ক্লান্তি নেই আমার
থাকবেইবা কেন
বহুদিনের সঞ্চিত কথা শুনাচ্ছো তুমি
এতো কিছুর পরও কি যেনো বলতে গিয়ে আটকে যাচ্ছো
ধারনা করলাম পারছোনা বলতে একটি শব্দ 'ভালোবাসি'
আর কষ্ট করতে হবেনা
আমি চিৎকার করে বলে উঠলাম ' আমি তোমাকে ভালোবাসি'
ভালোবাসি বলতেই হঠাৎ খেলাম একটা গুতো
গুতো খেয়েই নয়ন দু'টো কচলাতে কচলাতে খুলে দেখি
সে বলছে 'আমি কি তোমায় কম ভালোবাসি '
আমি তাকে কাছে টেনে বললাম
'সব ভালোবাসাই থাক অমর হয়ে' ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন