পৃথা রায় চৌধুরী

preetha

ফেং-শুই 

আমদানি রপ্তানি যমজ করে
আঙুল ফাঁকে আটকে
শ্যামবাজারের পাঁচমাথা ব্যস্ত,
ফুটপাথে বারো টাকার তেঠেঙে ব্যাঙ
পড়ন্ত বিকেলে দশ টাকা জোড়া,
তোর চোখের টানে সূর্যাস্ত।

প্যাকিং বাক্সে খড়কুটো,
পুচকু বল শোলা,
দরদামে বাদ হতভাগী প্রেমিকা
ব্লিস্টার প্যাকে ডলফিন প্রেমিক
আগামী মাসেই ঘরে তুলবো,
এমন জড়াস না এখন আলটপকা।

মিনে করা মুখোমুখি মাছ
ময়দান ধরে সাঁতরে
সাবাড় ভিক্টোরিয়া, ফিটন
সার্জেন্ট মোড়ে ফুরফুর বাঁশি,
অদৃশ্য ডানা খোঁজে একদল
অবাধ ধর্ষদর্শন, যখনতখন।

ভাগ্য ফেরাবে ঝটিতি
চাইনিজ টুংটাং
জানালায় ফাঁসি, সদ্‌গতি।


পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.