অলভ্য ঘোষ





হে প্রিয়তমা

হে প্রিয়তমা ভাল থেক ভাল থেক এই রাত জাগা সংসারে। 
হে প্রিয়তমা ভাল থেকে নিভিত অন্ধকারে ।
হে প্রিয়তমা ভাল থেক ক্লান্তিতে উপোষে।

হে প্রিয়তমা আমি বেঁচে আছি কালপুরুষে । 
হে প্রিয়তমা আমাকে খুঁজ না সপ্তর্ষিমণ্ডলে।

হে প্রিয়তমা আর দেখতে চাইব না । 
চাইব না সংসর্গ।

অলভ্য ঘোষ অলভ্য ঘোষ Reviewed by Pd on জুন ২৩, ২০১৬ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.