অলভ্য ঘোষ





হে প্রিয়তমা

হে প্রিয়তমা ভাল থেক ভাল থেক এই রাত জাগা সংসারে। 
হে প্রিয়তমা ভাল থেকে নিভিত অন্ধকারে ।
হে প্রিয়তমা ভাল থেক ক্লান্তিতে উপোষে।

হে প্রিয়তমা আমি বেঁচে আছি কালপুরুষে । 
হে প্রিয়তমা আমাকে খুঁজ না সপ্তর্ষিমণ্ডলে।

হে প্রিয়তমা আর দেখতে চাইব না । 
চাইব না সংসর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন