অদিতি চক্রবর্তী

aditi

দিগন্ত

দিগন্ত কাকে বলে জানো?
দৃষ্টি পোড়ানো বিস্তীর্ণ সবুজের ঘর
জ্বর চোখ চাওয়ার অখণ্ড অনন্ত অবসর।
তারপর নীলিমায় মিশে যাওয়া প্রবীণ নিঃস্বতার স্বাদ
মাহেন্দ্র প্রভাতে, মাটির প্রলেপ দিতে দিতে আকণ্ঠ বিষাদ
এককালে থেমে যাওয়া নীলাভ উড়ান সাবলীল ভেসে থাকে বয়সের গা'য়
নিজেকে রঙিন করে শেষমেষ বরাদ্দ ধুলোরা নজর পোহায়
কতটা আকাশ জানে প্রভাতী রজঃস্বলা প্রথা পার্বণ?
অকাল শ্রাবণ জীবনের দাঁতে কাটা মরণ বাঁচন।
আবারো প্রশ্ন, দিগন্ত কাকে বলে জানো?
চৌকাঠের গিঁঠে এক ইশ্ আওড়ানো।







অদিতি চক্রবর্তী অদিতি চক্রবর্তী Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.