রিক্তা চক্রবর্তী

RiktA


বসন্তের হেমলক 

বসন্তের শেষ মাস
মোহনার কাতরতা রাতের দেয়ালে
আমাকে মৃত্যুদণ্ড দাও

আমার মৃত্যু হলে অন্ত্যেষ্টি কোরো না
বিকেলের প্রান্তরে খেয়াঘাটে ভাসিয়ে দিয়ো বিষাদের স্মৃতি

মোমবাতি সহ বিনম্র আলোর অন্ধকারে
আমাকে মৃত্যুদণ্ড দাও

অনাবিল দেহতট স্মৃতিতে ফুরালে
আমি তাকে 'মৃত্যু ' নামে ডাকি

আপসোস এবং হতাশা
বিদ্যুৎ রাতে এসব ছুঁয়েই মৃত্যু আসে

যেটুকু জেনে যাও ভ্রান্তির দোষে
আজ তার গভীরে হেমলক ঢালো

" ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি ,
শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার
অন্য গানের সুর , তোর অদ্ভুত অহঙ্কার "

অপ্রাসঙ্গিক মৃত্যুর ঢেউ বুকে নিয়ে
শেষ বারের মতো , ...... আমি মৃত্যুদণ্ড চাই




রিক্তা চক্রবর্তী রিক্তা চক্রবর্তী Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.