আব্দুল আজিজ



বৃষ্টির জলে 

দুটো পা আজ বৃষ্টির জলে ভেজাবো
ঝরা কদম খোঁপায় আমি গাঁথবো,
আজ স্বাধীন আমি আজ স্বাধীন
বর্ষা এসেছে দুয়ারে আমি লুটাবো।।

ঝির - ঝির - ঝির মাতাল বাতাসে
গুড় - গুড় -গুড় মেঘ ডাকে ঐ আকাশে,
ভীরু পায়ে আমি ভীরু পায়ে
ময়ুরের মত পেখম তুলে নাচবো।।

মনে পড়ে যায় পুরানো সেই ভালবাসা
জমানো শত বিরহের কাছে আসা,
ধুয়ে দিলাম আমি ধুয়ে দিলাম
সকল স্মৃতি বর্ষার ছলে মেশাবো ।।

আব্দুল আজিজ আব্দুল আজিজ Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.