পবিত্র চক্রবর্তী



চাতক



আমি তোকে সত্যি ভালবেসেছি -
তারপরেও মদিরাসক্ত চোখ খুঁজে চলে অভিমানী মেঘের মতো নানা প্রশ্ন ;
সম্পর্কের ইতিহাসে শুষ্ক মাটি আর কলম আঁচড় কাটে এ মনের ঈশান কোণে !
যদি একবার তোর চোখ কেঁদে ওঠে
কালবৈশাখীর পর অপেক্ষমান বৃষ্টির মতো ;
দেখবি আজও আছি তারাদের বুকে হাজার বছরের গণনাহীন পুঞ্জীভূত মৃত আলোর জীবনালেক্ষে ;
শুধু বিশ্বাস রাখিস ; করিস একটু অপেক্ষা !! 
পবিত্র চক্রবর্তী পবিত্র চক্রবর্তী Reviewed by Pd on মে ০৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.