দ্বৈরথ
সেই তো একটা একটা করে
সবকটা আলো নিভল।
নির্জনতার কাঁধে মাথা রেখে
দ্বৈরথে নামল সময়।
ধার করা সুখের চটকদার চৌখুপি থেকে
উঁকি দিল নৈশ শ্বাপদ।
রাইকিশোরী জ্যোৎস্না তখন
যৌবনভারে শ্লথ।।
তার শিথিল শরীরে
হাস্নুহানার উদ্দাম অাঁকিবুকি
নিঃশেষে পান করে চলে জীবন-
শেষ থেকে শেষতম বিন্দুতেও
থমকে থাকে অতৃপ্তির দ্যুতি।
দর্শনা বোস
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন