গল্পকথা
মনে কর ভিনদেশেতে গেছি
মনের ভুলে,
সেথায় দেখি পা ঢেকেছে
আমার ফুলে ফুলে ।
রঙীন কত গাছের ছায়া
দু'পাশাড়ি মাঠের মায়া,
যেইদিকে চাই কেবল সবুজ
প্রাণ ভরেছে তাতেই ।
জনমানব নেইকো সেথা
পথ গিয়েছে হেথা হোথা
নিঝুমপুরীর সেই ঠিকানায়
একলা একার সাথেই।
হঠাৎ দেখি মস্ত প্রাসাদ
মনে মনে গনি প্রমাদ,
এইবুঝি হই বন্দিনী আজ
কোন দস্যির হাতেই।
মস্ত ফাটক পেরিয়ে দেখি;
ওমা! এত ফুলের রাখি
এমন করে কে সাজালে!
শূন্য উঠান পরে ?
ভাবতে ভাবতে বেলা গেল,
দিন ফুরালো, সন্ধ্যা হল।
এলো না তো কেউ এখনো
জীবন বইলো একই খাতে ।
শ্যামলী চ্যাটার্জী
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন