এ বি এম সোহেল রশিদ



বিশ্বাস আছে বলেই

একটু উষ্ণতার খোঁজে
হিম শীতল ধোঁয়াশায়
মৃত্যুচিন্তার গহ্বর ছেড়ে
নিজেকে রাখি উন্মুক্ত।
আচ্ছা, বিশ্বাস কি হারায় কখনও?
অবিশ্বাসী মানুষ কি করে বাঁচে?
কেউ কি এর উত্তর জানে?
মনখেলা বুঝি না এখনও

বিশ্বাসেই বাঁচে স্বপ্ন
আকাশে উড়ে রঙ
বিশ্বাসেই ভালবাসাবাসি
আহ্লাদের ঢঙ

বিশ্বাসেই আঘাতের উৎপত্তি
অপেক্ষার প্রহরে জীবনতরী
বিশ্বাসেই ঠোঁটে ঠোঁটে হোলি
চার পা গড়ে প্রণয় সম্পত্তি

শরীরে শরীরে কথা
বুনে ভালবাসার বীজ
আগামীর চপলতা

সব ভালবাসা কি শারীরিক?
কিছু ভালোবাসা বেরসিক!
অন্তরে অন্তরে শক্ত বাঁধনে
একে অপরকে বাঁধে গোপনে।

দু’জনার দু’মেরুর বসবাসে
চিরস্থায়ী শুধু দীর্ঘশ্বাসের সেতু
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে
স্বপ্ন ফানুস আমরা উড়াই অহেতু!



এ বি এম সোহেল রশিদ এ বি এম সোহেল রশিদ Reviewed by Pd on মে ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.