রীতা ঘোষ


















এসো পাল্টাই 


পালটাবো ইচ্ছা করলেই পাল্টানো যায় ,
অভ্যাসের ব্যাপার পুরোটাই ...
দেশাত্মবোধক গান শুনতে শুনতে আমি কেমন বিপ্লবী হয়ে উঠি
যৌনতার মুভি দেখতে দেখতে খিদে পায় শরীরে , গোপনাঙ্গে লালা ঝরে
ধর্মগ্রন্থে খুঁজে পাই শান্তির পথে , জীবনের মানে !
এই যে দীর্ঘদিন আমি সেক্স করি না ...
ভাবি না , তাই ইচ্ছাও হয় না ...
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে অভুক্ত চাহিদারা ,
বিবেকের পাহারায় সুরক্ষিত মূল্যবোধ
কর্মের ব্যাস্ততায় বিশ্রাম নেয় অশুভ চিন্তন !
যোগাসনে ধ্যান মগ্ন হলে , আলস্য আসে ভোগে
আকাঙ্খারা মোমবাতি হাতে সংযমী মিছিলে !
যাকিছু খারাপ , গ্রহণযোগ্য নয়
অনায়াসে বর্জন করা যায় ...
কেবল প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হয় নিজের কাছে ,
একক বদলের হাত ধরেই আসে সামগ্রিক পরিবর্তন , এক বিপ্লব !
চেষ্টা করলেই সব পারা যায় ...
নিজেকে নতুন করে গড়া যায় !
সৃষ্টির আরাধনায় , এক সুন্দর আগামীর সম্ভাবনায় ...
এসো সবে মিলে পাল্টাই !




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ